তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) সহযোগিতায় বুধবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস-চেয়াম্যান মোঃ সেলিম রেজা, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন। বক্তব্য রাখেন, ঝিকরগাছা মাশরুম উদ্যোক্তা ইমাদুল হক, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, উপ-সহকারী কৃষি অফিসার নয়ন পাল। দুই দিনের প্রশিক্ষন বৃহস্পতিবার শেষ হবে।
কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫