
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে। ৮’ই মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস টি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক নাজমা আক্তার শিমুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস বিশ্বাস, মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী রাফেজা খানম প্রমুখ। বক্তারা কর্মক্ষেত্রসহ সর্ব ক্ষেত্রে নারীদের অধিকার সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষকদের হাতে সাংস্কৃতিক সরঞ্জাম তুলে দেন প্রধান অতিথি।
কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১