
ময়না আকন্দ,জামালপুর প্রতিনিধি : জামালপুরে বাস চাপায় এক কৃষক নিহত হয়েছে। রবিবার (০৬মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার গোপালপুর বাজার এলাকায় বাস চাপায় আব্দুল কুদ্দুস (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক আব্দুল কুদ্দুস বাঁশচড়া ইউনিয়নের ফরিদপুর ঘুইলেবাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকালে গোপালপুর বাজার থেকে কৃষক আব্দুল কুদ্দুস বাই-সাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে দুপুর ২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গামী ধলেশ্বরী ট্রেনের সাথে ইট বোঝাই ফাইটারের সংঘর্ষ হয়। এতে ফাইটারটি দুমড়ে মুচড়ে যায়। জামালপুর-নান্দিনা রেলপথের হামিদপুর মরহুম তৈয়ব আলী মেম্বারের বাড়ী সংলগ্ন রেল ক্রসিং এ ঘটনা ঘটে। এতে গাড়ীটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪১