
সিলেট প্রতিনিধি : চাউল সহ নিত্যপণ্যের লাগীমহীন মূল্যের আশু নিয়ন্ত্রণ, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিল, জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড সংশোধনে দুর্নীতি-হয়রানী বন্ধ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের উদ্যোগ নিশ্চিত করণ সহ বিভিন্ন দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে গতকাল ৫ মার্চ শনিবার সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাতিত্বে গণঅনশন কর্মসূচি চলাকালে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, সাধারণ মানুষের কাছে করোনা মহামারীর তোলনায় বড় সংকট হিসেবে বিবেচিত হচ্ছে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। এ নিয়ে সরকারের কোন ধরনের কার্যকর পদক্ষেপ দেশবাসী দেখতে পাচ্ছে না। দেশে এখন চাল ও গমের মজুদ সর্বোচ্চ, উৎপাদনও ভাল, এরপরও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে ব্যর্থ সংশ্লিষ্টদের অবিলম্বে অপসারণ ও দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ এখন খুবই জরুরী। তিনি আরো বলেন, “প্রখ্যাত অর্থনীতিবিদ ড. রহমান সোবহান বলেছেন, দেশে এখন মহাবৈষম্য শুরু হয়েছে।” তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই বৈষম্য দূর করতে গিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের জন্ম হয়েছে। এই বৈষম্যের কারণে দেশে জনবিস্ফোরণের সুযোগে কোন মুনাফেক ও দুর্নীতিবাজ চক্র সুযোগ গ্রহণ করুক এটা দেশবাসী চায় না। দারিদ্র্য বিমোচন ও ভিশন-৪১ বাস্তবায়নে সম্পদের হিসাব দাখিলের বিধান নিশ্চিত করতে হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জোর দাবী জানিয়ে বলেন, জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড সংশোধনে হয়রানী বন্ধে কার্যকর ব্যবস্থা, বিদেশে পাচারকৃত এক লক্ষ কোটি টাকা উদ্ধার করতঃ সরকারী সেবা খাতে ভর্তুকি দেয়ার জোর দাবী জানান।
অতিথি বক্তা ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য বলেন, সন্ত্রাস ও মাদক সেবীদের বিরুদ্ধে যে ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়, ঠিক একই ভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদ-ের বিধান পাস করার এখন সময়ের গণদাবী। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বাতিল ও গ্যাস সিলিন্ডারের দাম দ্রুত কমিয়ে আনার জন্য এবং মধ্যস্বত্ত্বভোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ইমাম হোসেন ও রিখন তালুকদার লিখনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক এম.এ লাহিন, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুব সংগঠক মোঃ এহসানুল হক তাহের, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, কয়েছ আহমদ সাগর, সরোজ ভট্টাচার্য্য, সন্তোষ দেব, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য শহীদ আহমদ খান, যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নুর হোসেন জুনেদ, রতন তালুকদার, রুনা বেগম, নুরুল ইসলাম জিতু, অপু দাশ, জাহিদুল হোসেন, মাওলানা এমদাদুল হক, হকার্স কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ খোকন ইসলাম, শাহজাহান আহমদ, পিয়ার হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকার বাহারুল ইসলাম চৌধুরী, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাই, নয়ন দাশ প্রমুখ। চট্টগ্রাম ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য্য সভাপতিকে পানি পান করিয়ে অনশন কর্মসূচি ভঙ্গ করান।
কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৪