এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি হয়েছে। ১ মার্চ মঙ্গলবার রাতে শহরের ইছাপুর মাঠপাড়ায় অবস্থিতবিদ্যালয়টিতে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক তুহিন উদ্দিন বলেন, বিদ্যালয়টি শহরের ইছাপুর মাঠপাড়ায় অবস্থিত। মঙ্গলবার রাতে চোরেরা বিদ্যালয়ের গেইট ও অফিসকক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় কিছু কাগজপত্রসহ ২টি ডিনার সেট, ১টি পানি গরম করা হিটার জগ, সেলাইরেঞ্জ, প্লাস, পিতলের ঘণ্টা ও শিক্ষার্থীদের পাঠদানের কাজে ব্যবহৃত একটি সাউন্ড বক্স চুরি করে নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন উদ্দিন বলেন, এ বিষয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা এ এস আই আরিফ হোসেন বলেন, পুলিশ তদন্ত করে বিষয়টির আইনি ব্যবস্থা নেবেন।
কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০