ডেস্ক নিউজ : গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় টঙ্গীতে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারের কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকা থেকে চেরাগআলী বাসস্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ করেন তারা।
এ সময় দলের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বাতিল করার আহ্বান জানান তারা। মশাল মিছিলে বিক্ষোভকারীরা সদ্য মনোনয়ন পাওয়া গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বাতিল করে সালাহউদ্দিন সরকারকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা সালাহউদ্দিন সরকারকে বঞ্চিত করে জুনিয়র রাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে রাজনৈতিক মাঠে কখনো দেখা যায়নি, এমনকি কোনো আন্দোলন-সংগ্রামেও অংশ নেননি।
এ সময় উপস্থিত ছিলেন- বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল শিকদার বসু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহির আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন দেওয়ান, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হালিম, যুবদল নেতা টুটুলসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:০৫