আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রিকৃত জমি জবর দখল করার অভিযোগ উঠেছে দাতা সদস্যসের ওয়ারিশগণর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া গ্রামে।
অভিযোগসুত্রে জানাযায়, অত্র বিদ্যালয়ের নামে গত ০৯/০২/১৯৯১ইং সালে ১৪৭৩ নং দলিল মূলে নি¤œ তফসীরের জমি দাতা মৌলভী গজিমুদ্দিন সরকার বিদ্যালয়ের নামে দলিল করে দেয়। সে সময় বিদ্যালয়টি বে-সরকারী রেজিষ্ট্রেশন ভুক্ত ছিলো। রেজিষ্ট্রেশন কালীন বিদ্যালয়টি পাশের জমিতে ২য় তলা বিল্ডিং নির্মিত হয় এবং পরে সরকারী করণ করা হয়। পূর্বের জায়গাটিতে পুরাতন ভবনটি নিলামে বিক্রি হওয়ায় জায়গাটি খালি পড়ে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দাতা সদস্যের ওয়ারীশগণ সেকেন্দার আলী, হাফেজ লাজু ইসলামসহ অনেকে মিলে পরিত্যাক্ত জায়গাটি জবর দখল করে মাদ্রাসা ঘড় নির্মাণ করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে অভিভাবক সদস্য জামিয়ার রহমান নামে এক ব্যক্তি গত ৭ ডিসেম্বর জমিটি উদ্ধারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দ্বায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মতে পরদিন গোমনাতী ইউনিয়ন ভুমি কর্মকর্তা নেছারুল ইসলাম সহ তার টিম ঘটনা স্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। তারা সেই নির্দেশনাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জোর পূর্বক কাজ করতে থাকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কাগজপত্র দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রাথমিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন ইউএনও স্যারের কাগজ পেয়েছি। ২/৪ দিনের মধ্যে সরেজমিনে গিয়ে প্রতিবেদন দাখিল করবো।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৩