আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে আধুনিক ড্রোন আর শতাব্দী পুরোনো ঘোড়ার ব্যবহারের এক অদ্ভুত মেলবন্ধন দেখা যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে ঘোড়ায় চড়ে এগোচ্ছিলেন এক রুশ সেনা। হঠাৎ আকাশ থেকে ড্রোন হামলা। মুহূর্তেই বিস্ফোরণ ঘটে, আর এই দৃশ্য নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে
ইউক্রেনীয় সেনারা জানায়, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রুশ বাহিনী অনেক ক্ষেত্রে ঘোড়ায় চলাচল করছে। কিন্তু তাতেও তারা ড্রোন হামলা এড়াতে পারছে না।
ভিডিওটি ইউক্রেনের ৯২তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের ৫ম অ্যাসল্ট ব্যাটালিয়ন তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। ফুটেজে দেখা যায়, খোলা মাঠ দিয়ে ঘোড়ায় চড়ে এগোচ্ছিলেন এক রুশ সেনা। ড্রোনটি উপর থেকে তার গতিবিধি অনুসরণ করে। কিছুক্ষণ পর ড্রোন হামলা চালায়। পাশেই আরেকজন রুশ সেনাকেও ঘোড়ায় দেখা যায়। বিস্ফোরণের আঘাতে একটি ঘোড়া মাটিতে পড়ে যায়, আরোহী ছিটকে পড়েন। পরে ঘোড়াটি উঠে দৌড়ে পালালেও আরোহী সেনা পড়ে থাকেন।
ভিডিওটি দেখাচ্ছে—যুদ্ধে ড্রোন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেনাসংখ্যা কম থাকায় ইউক্রেন এখন মানববিহীন যুদ্ধব্যবস্থার ওপর বেশি নির্ভর করছে।
প্রায় ৬০০ মাইল দীর্ঘ ফ্রন্টলাইনে নজরদারি ও হামলার বড় অংশই ড্রোনের মাধ্যমে হচ্ছে। রুশ সেনারা অগ্রসর হলে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়, ড্রোন থেকে বোমা ফেলা হয়। সরাসরি গুলি চালানোর ঘটনা এখন খুবই কম।
যুদ্ধে ঘোড়ার ব্যবহার নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ঘোড়া ব্যবহৃত হয়েছে। এবার রুশ বাহিনী ড্রোন এড়াতে মোটরসাইকেল ইউনিটের মতো কম প্রযুক্তির কৌশলও নিচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলছে। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে পুরোনো আর নতুন প্রযুক্তির এই অদ্ভুত মেলবন্ধন আরও স্পষ্ট হয়ে উঠছে।
কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৮:৫৭