শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নে ইটাখলা গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামলা করায় বাদী মো. আবদুর রেজ্জাক ও তার পরিবারের লোকজনকে আসামিরা নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। এতে করে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। গতকাল শনিবার সাংবাদিকদের বিষয়টি জানান মামলার বাদী আবদুর রেজ্জাক।
অভিযোগে জানা গেছে, জেলার আটপাড়ার ইটাখলা গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে মো. আবদুর রেজ্জাকের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত রোজ আলীর ছেলে মো. সেলিম ও মো. সোরাব মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলাও চলছে। এরই জের ধরে গত বছরের ২৭জুন প্রতিপক্ষের লোকজন লাঠি- সোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে আবদুর রেজ্জাকের বাড়ির পিছনে ফিসারীর পাড়ে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ তুলে ফেলে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় আবদুর রেজ্জাকের স্ত্রী মোছাঃ আসমা আক্তার বাধা দিলে তাকে মারধর ও শ্লীলতাহানী ঘটনায় প্রতিপক্ষের লোকজন। তার ডাক চিৎকারে দেবর মাওলানা মুফতি মোজাক্কির হোসাইন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় আবদুর রেজ্জাক ও তার মেয়ে মোছাঃ সাদিয়া আক্তারকেও মারধর করে।
তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন হামলাকারীদের হাত থেকে তাদের রক্ষা করে। হামলাকারীরা চলে যাওয়ার সময় আবদুর রেজ্জাক ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ৬ জুলাই আবদুর রেজ্জাক বাদী হয়ে মো. সেলিম ও মো. সোরাব মিয়াসহ ৭জনের বিরুদ্ধে আটপাড়া থানায় মামলা করেন। পরবর্তীতে গত ৭ জানুয়ারী আবদুর রেজ্জাককে ফের বাড়ির সামনে আটকিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় ৯৯৯ ফোন করলে আটপাড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে। মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে আসামিরা। এতে মামলার বাদী আবদুর রেজ্জাক ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন। আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। হুমকি দেওয়ার বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭