লাইফ ষ্টাইল ডেস্ক : চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন পালিত হচ্ছে বিশেষ কোন দিন। আর এই বিশেষ সপ্তাহে প্রিয়জনের জন্য কিছু সময় বরাদ্দ রাখুন। নতুন করে তাকে কয়েকটি বিষয়ে কথা দিতে পারেন।
ঝালিয়ে নিতে পারেন আপনাদের দুষ্টু মিষ্টি সম্পর্ক।
এরইমধ্যে ১১ ফেব্রুয়ারি গেছে প্রমিজ ডে। ওইদিনকে ঘিরে বা তার পরেও সঙ্গীর কাছে কিছু বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন।
গ্রহণ করা:
আপনার সঙ্গী বা আপনি যাকে সঙ্গী বানাতে চাচ্ছেন তাকে বুঝিয়ে বলুন যে সে যেমন আছে আপনি তাকে সেভাবেই পছন্দ করেন আর সেভাবেই গ্রহণ করেছেন।
সমর্থন:
সঙ্গীর ভালো ও খারাপ সব মুহূর্তে তাকে সমর্থন দেওয়ার প্রতিজ্ঞা করুন। আর চেষ্টা করুন তাকে খুশি রাখার।
চেষ্টা:
দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য আপনি চেষ্টা করবেন সে বিষয়টি তাকে বুঝিয়ে বলুন।
লড়াই:
যেকোন যৌক্তিক বিষয়ে আপনার সঙ্গীর হয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিন। তার যেকোন বিপদ আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দিন।
ডেট নাইট:
ব্যস্ত শিডিউলের মধ্যেও সঙ্গীকে নিয়ে ডেট নাইটে যাওয়ার প্রতিশ্রুতি দিন। এতে করে মধুর হবে সম্পর্ক।
নিরাপত্তা:
সঙ্গীকে সব সময় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। তার মুড চেঞ্জের সময়গুলোতে পাশে থাকুন।
গুরুত্ব দেওয়া:
সঙ্গীর সব কথা, সিদ্ধান্তকে গুরুত্ব দিন। তবে কোন ভুল হলে তাকে ধরিয়ে দিন।
অনুভূতি:
নিজের অনুভূতি কখনো সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না বলে প্রতিজ্ঞা করুন। তাকে আপনার জন্য নিজ থেকে অনুভব করতে সময় দিন।
সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া
কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩