এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাদক বিরোধী অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ১০০ গাঁজাসহ ১০ জনকে আটক করেছেন থানা পুলিশ। শনিবার চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ ৮ জনকে আটক করেছেন পুলিশ। এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা হয়েছে। থানা সুত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের বিত্তিতে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁশতলা মোড়ে অভিযান চালিয়ে নারায়নপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের মনিরুল ইসলাম (২৬) ও চৌগাছা পৌরসভার ডাকবাংলোপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী সেন্টকে (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের মোটরসাইকেলের সিটের নিচে অভিনবভাবে বহন করা ১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এদিন উপজেলার দশপাখিয়া ক্রাম্প এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আসামী পৌর শহরের বিশ্বাসপাড়া গ্রামের বলু মিয়ার ছেলে জীবন হোসেন (২৪), উপজেলার মাকাপুর পূর্বপাড়ার নজরুল ইসলামের ছেলে নুরুজ্জামান (৩২), বলিদাপাড়া গ্রামের অমল নাগের ছেলে প্রতাপ নাগকে (২১) আটক করা হয়। অপর একটি অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ আসামী পৌর শহরের বিশ্বাসপাড়ার মৃত হানেফ আলী বিশ্বাসের ছেলে ফারুক হোসেন (২৮), উপজেলার বড় কাকুড়িয়া গ্রামের মৃত সামছুল হক মন্ডল মেম্বারের ছেলে কবির হোসেন (২৬) ও কয়ারপাড়া আখসেন্টার পাড়ার বাবলু সেনের ছেলে মিঠু সেনকে (৩২) আটক করা হয়।
পরে উপজেলার পাশাপোল এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ আসামী উপজেলার সিংহঝুলি গ্রামের সাইফুল ইসলাম কারিকরের ছেলে আবুজার বাবু (২২) ও একই গ্রামের কাশেম আলী মন্ডলের ছেলে ডিটুল হোসেন (২৩) কে আটক করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে পৃথক ০৪টি মামলা দায়ের করা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীগণ’কে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|রাত ৮:৩৪