আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ওমিক্রনের প্রভাব রুখতে চীন কঠোর পন্থা অবলম্বন করছে। এরই ধারাবাহিকতায় বন্ধ করে দেওয়া হয়েছে চীন-ভিয়েতনাম বর্ডার গুয়াংনজু। এতে সীমান্তে সৃষ্টি হয়েছে অস্বাভাবিক পণ্যজট।
সম্প্রতি ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির (ভিএনএ) প্রকাশিত কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গুয়াংনজু সীমান্তে চীনে প্রবেশের জন্য কয়েক হাজার ভিয়াতনামের ট্রাক অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।
এমতবস্থায় ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় চীনকে তাদের বর্ডার খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
এ ব্যাপারে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, সম্প্রতি চীন ওমিক্রনের প্রকোপ রুখতে ‘জিরো কভিড পলিসি’ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে অন্ধ করে দেওয়া হয়েছে গুয়াংনজু সীমান্ত। ফলে বন্ধ হয়ে গেছে রপ্তানি কার্যক্রম এবং মানুষ চলাচল। এতে দুই দেশেরই ব্যবসা-বাণিজ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয়।
ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে গুয়াংনজুর বাণিজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জট কমাতে কাস্টমস ক্লিয়ারেন্সের সময় বাড়ানো হবে। এ ছাড়া ভিয়েতনামের শঙ্কার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে গুয়াংনজুর বাণিজ্য কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ভিয়েতনামের সব থেকে বড় রপ্তানি বাজার হচ্ছে চীন। ভিয়েতনাম থেকে মূলত ফল এবং সবজি চীনে রপ্তানি হয়ে থাকে।
সূত্র- রয়টার্স
কিউএনবি/রেশমা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫