জালাল আহমদ, ঢাকা : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ঢাকা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম কে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছে মোস্তফা আল ইহযায ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান সাজু। আজ ৬ জানুয়ারি (২০২৫) মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর মেট্রোপলিটন হোটেলে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু।সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর শাখার বিদায়ী সহ-সভাপতি অধ্যাপক শাহজাহান সাজু।
এসময় বক্তারা পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক অধিকার রক্ষায় ঢাকা মহানগর শাখার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মোস্তফা আল ইহযায-কে সভাপতি এবং অধ্যাপক শাহজাহান সাজু-কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ৫২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পিসিএনপির দপ্তর সম্পাদক মো. শাহজালাল (জালাল), চট্টগ্রাম মহানগর পিসিএনপির সাধারণ সম্পাদক প্রিন্সিপাল এম. এ. আমিন, ঢাকা মহানগরের বিদায়ী সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মোঃ মোস্তফা আল ইহযায, সহ-সভাপতি মাসুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন রুনা, সহ-সাধারণ সম্পাদক মো. আলী নেওয়াজ এবং কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ঢাকা মহানগর পিসিএনপিকে রাজপথে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০০