নিজস্ব প্রতিবেদক : জুলাইযোদ্ধাদের হয়রানি বন্ধ, জাতীয় সংসদ নির্বাচনের পরে ৫০তম বিসিএস পরীক্ষার ব্যবস্থা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের দোসরদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে বাংলাদেশ নির্বাচন কমিশন কে স্মারকলিপি প্রদান করেছেন একদল জুলাইযোদ্ধা।

আজ ৬ জানুয়ারি(২০২৫)মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম ঘোষণাকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমদের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন আলোচিত জুলাইযোদ্ধা মাওলানা শফিকুর রহমান,শহীদুল ইসলাম মিন্টু এবং মোহাম্মদ সাদিকুজ্জামান ।
কোটা সংস্কার আন্দোলন (২০১৮ এবং ২০২৪) এর আইন ও আদালত সেলের প্রধান সমন্বয়কারী জালাল আহমদ বলেন,অতীতের ফ্যাসিবাদী ও গণবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি পুনরায় নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব ব্যক্তি পূর্বে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ এবং দমন-পীড়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় অন্তরায়।
এমতাবস্থায় আমরা নির্বাচন কমিশনের নিকট ৩ দফা দাবিসমূহ উত্থাপন করছি—
১. অবিলম্বে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সকল জুলাইযোদ্ধাদের হয়রানি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর উদ্যোগ গ্রহণ।
২. ফ্যাসিস্ট সরকারের দোসর, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের
মনোনয়নপত্র যথাযথ তদন্তের মাধ্যমে বাতিল করা।
৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার পূর্ণমাত্রায় প্রয়োগ করার মাধ্যমে আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিত করে জাতীয় সংসদ নির্বাচনের পরে পরীক্ষার ব্যবস্থা করা ।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪