শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী এলাকা ও বাংলাদেশের উত্তরে অবস্থিত নেত্রকোণা জেলার দূর্গাপুর-কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোণা-১। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি নেতা লুৎফুর রহমান খান ডিপটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ সোমবার (২৯ডিসেম্বর) সকালের দিকে নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এর কাছে লুৎফুর রহমান খান ডিপটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জানা যায় – লুৎফুর রহমান খান ডিপটি ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান ডিপটি জানান – আমার নির্বাচনী এলাকার আপামর জনগণ ও বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। তিনি বলেন – কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরেছি। তিনি আরও জানান – ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর নেতৃত্বে নেত্রকোণা -১ আসনের কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা আধুনিক মানসম্মত এলাকা হিসেবে গড়তে চাই।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮