স্পোর্টস ডেস্ক : আগামী ১১ জানুয়ারি বরোদায় অনুষ্ঠিত হবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি। এরপর ১৪ জানুয়ারি রাজকোট এবং ১৮ জানুয়ারি ইন্দোরের মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ওয়ানডে। এরপর ২১ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচটির পর রায়পুর (২৩ জানুয়ারি), গুয়াহাটি (২৫ জানুয়ারি), বিশাখাপত্তনম (২৮ জানুয়ারি) ও তিরুঅনন্তপুরমে (৩১ জানুয়ারি) বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ টি–টোয়েন্টি ম্যাচগুলোর জন্য বুমরাহ-পান্ডিয়াকে সতেজ রাখতে ওয়ানডে দলে তাদের বিবেচনা করা হচ্ছে না। আগামী ৪–৫ জানুয়ারির মধ্যে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হতে পারে। জানা গেছে, ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে ওয়ানডে থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। কেবল সাদা বলের ক্রিকেট খেলা পান্ডিয়া ফিটনেস সমস্যার কারণে মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর কোনো ওয়ানডে খেলেননি। অন্যদিকে দলের জন্য অত্যন্ত মূল্যবান হওয়ায় বুমরাহর ওয়ার্কলোড সতর্কভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে; তিনি ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে আর কোনো ওয়ানডে খেলেননি।
তবে পান্ডিয়া চলমান বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটে বাধ্যতামূলক অংশগ্রহণের নিয়ম মানতেই তিনি এই ৫০ ওভারের টুর্নামেন্টে নামতে পারেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো। টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলা এই দুই তারকা মুম্বাই ও দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফির প্রথম দুটি ম্যাচ খেলেছেন, পান্ডিয়াও বরোদার হয়ে শেষ তিনটি লিগ ম্যাচের মধ্যে দুটি খেলতে পারেন। এই ম্যাচগুলো ৩, ৬ ও ৮ জানুয়ারি রাজকোটে অনুষ্ঠিত হবে।
এদিকে দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে নিশ্চিত করেছেন যে, বেঙ্গালুরুতে ২৪ ও ২৬ ডিসেম্বর দিল্লির হয়ে প্রথম দুটি ম্যাচ খেলা বিরাট কোহলি ৬ জানুয়ারি রেলওয়েজের বিপক্ষে শেষ ম্যাচের আগে লিগে ফিরবেন। ম্যাচটি আলুরের কেএসসিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এরপরই তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দেবেন।
কোহলির মতোই রোহিত শর্মাও জয়পুরে মুম্বাইয়ের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলেছেন এবং মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) নিশ্চিত করেছে যে, এই মৌসুমে তার ঘরোয়া দায়িত্ব শেষ। তার পরবর্তী অ্যাসাইনমেন্ট হবে আসন্ন ওয়ানডে সিরিজ। এমসিএ আরও জানিয়েছে, সাম্প্রতিক অসুস্থতার কারণে ছিটকে থাকা যশস্বী জয়সওয়ালও এক–দুদিনের মধ্যেই জয়পুরে মুম্বাই দলে যোগ দেবেন। ওয়ানডে স্কোয়াডে যোগ দেওয়ার আগে তিনি দু–একটি ম্যাচ খেলতে পারেন। ভারতীয় ওয়ানডে দল ৭ জানুয়ারি বরোদায় একত্রিত হবে। এদিকে সূর্যকুমার যাদব ও শিবম দুবেও শিগগিরই মুম্বাই দলে যোগ দেবেন।
তবে এমসিএ শ্রেয়াস আইয়ারকে নিয়ে এখনো নিশ্চিত নয়। প্লীহার চোটের কারণে গত অক্টোবরের শেষ দিক থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। জানা গেছে, ওয়ানডে দল ঘোষণার আগে ৩ জানুয়ারি মহারাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে তিনি খেলতে পারেন। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রয়েছেন এবং ফিটনেস পরীক্ষা করতেই এই ম্যাচে নামার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে তিনি ওয়ানডে খেলবেন কি না, তা স্পষ্ট নয়, তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে—তিনি কোনো ঝুঁকি নিতে চান না।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৩