স্পোর্টস ডেস্ক : ১৪ বছরের আক্ষেপ ঘোচানো এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। তবে এরপর ২ দিনও পেরোয়নি, বড় এক দুঃসংবাদ পেয়েছে দলটা। ইংল্যান্ডের পেস বোলার গাস অ্যাটকিনসন চোটের কারণে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টে খেলতে পারবেন না। সোমবার দল থেকে বিষয়টি জানানো হয়। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় তাকে বাইরে থাকতে হচ্ছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৪ জানুয়ারি শুরু হওয়া টেস্টে অ্যাটকিনসনের জায়গায় ম্যাথিউ পটস বা ম্যাথিউ ফিশার খেলতে পারেন। পেস আক্রমণে তাদের সঙ্গে থাকবেন জশ টং ও ব্রাইডন কার্স। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এখন ৩-১ ব্যবধানে এগিয়ে আছে।
কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৩৩