মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ খালেদা জিয়া : একজন মহীয়সীর মহাপ্রয়াণ সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল নওগাঁ ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল  নিস্তব্ধ এভারকেয়ার, অশ্রুসিক্ত চোখে ‘আপসহীন’ নেত্রীর জন্য প্রার্থনা আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল ইয়েমেনের রাঙামাটিতে ৬৫০ লিটার চোলাই মদভর্তি গাড়িসহ আটক-১ ঋণের আশ্বাসে ধর্ষণ,ভিডিও করে ব্ল্যাকমেইল! রাঙামাটিতে ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা নেত্রকোণায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ সভা অনুষ্ঠিত চৌগাছায় রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

আটোয়ারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ও ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হলো। রবিবার (২৮ ডিসম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজলার দু’টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা শুরু হয়। কেন্দ্র সচিবদের দেওয়া তথ্যমতে এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় দু’টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৪ জন। এরমধ্যে ছাত্র ১৯৯ জন ও ছাত্রী ৩৩৫ জন।

প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। এ কেন্দ্রে ৪৬৭ জন পরীক্ষর্থীর মধ্যে ছাত্র ১৭৮ জন, ছাত্রী ২৯১জন। অপরদিকে মির্জা আজিমউদ্দীন আলিম মাদরাসা কেন্দ্রে ৬৫ জন জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী মধ্যে ছাত্র ২১ জন, ছাত্রী ৪৪জন। ওই কেন্দ্রে ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৫২জন পরীক্ষার্থীর মধ্যে ২জন অনুপস্থিত ছিল।

উপস্থিত ৫০জন ইবতেদায়ি পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৫জন,ছাত্রী ২৫জন পরীক্ষায় অংশ নেয়। এ কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ওই মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বক্ষনিক কঠোর পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। কেন্দ্র সচিব আব্দুল কুদ্দুশ জানান, প্রকাশিত সময়সূচি অনুয়ায়ী প্রথমদিন রবিবার(২৮ ডিসেম্বর) বাংলা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। সোমবার ( ২৯ ডিসেম্বর) ইংরেজি, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণিত এবং বুধবার (৩১ডিসেম্বর) বিজ্ঞান এবং বিশ্ব পরিচায় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অপরদিকে দাখিল ৮ম শ্রেণি ও ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় আজ রবিবার (২৮ ডিসেম্বর) কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) আরবি, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলা ও ইংরেজি এবং বুধবার (৩১ ডিসেম্বর) গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণর সকল প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে সকল ফটোকপি মেশিন, পরীক্ষার্থীদের অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো প্রাগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার, ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন শিক্ষক বা শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্যাগ অফিসারগণ বলেন, প্রথমদিনের পরীক্ষা সুশৃঙ্খল ও কোলাহলমুক্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো কোনপ্রকার বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit