স্পোর্টস ডেস্ক : আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে প্রথম গোল আসে হয় ৮০তম মিনিটে। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান প্যালেসের ডিফেন্ডার লাখোয়া। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতায় ফেরে প্যালেস।
ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় প্যালেস। লেরমার দারুণ ক্রস টোকা দিয়ে বল জালে পাঠান মার্ক গুয়েহি। নির্ধারিত সময় পর্যন্ত সমতা থাকলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।
শুট আউটের প্রথম সাত শটে দুই দলই সবগুলোতে গোল করে। অষ্টম শটে আর্সেনাল গোল করতে পারলেও, ক্রিস্টাল প্যালেসের লাখোয়ার শট ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক কেপা। তাতে উল্লাসে মাতে গানাররা।