বিনোদন ডেক্স : জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। মাঘ মাসেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী। বিয়ের তারিখ এখনো প্রকাশ্যে আনেননি মধুমিতা। তবে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। মধুমিতার শুটিংয়ের চাপও রয়েছে। ধারাবাহিকের পাশাপাশি চলছে নতুন ছবি ‘অটবী’র শুটিংও। ব্যস্ততার মাঝেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা। চলছে কেনাকাটা, আইবুড়ো ভাত খাওয়ার পর্ব।
আর এসবের মাঝেই প্রি-ওয়েডিং শুটও সেরে নিলেন মধুমিতা। বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। শীতের রোদের গায়ে তখন ভালোবাসার গন্ধ। কুয়াশা আর রোদের লুকোচুরির মাঝেই হাতে হাত রাখলেন মধুমিতা-দেবমাল্য। লাল পোশাকে তাঁদের প্রেমের উদযাপনে সাক্ষী শীত, কুয়াশা আর ঠিকরে পড়া রোদ। সেই রোদে স্নান করে নিলেন দুই বন্ধু, যুগল, আগামীর দম্পতি।
মধুমিতার বিয়ের তারিখ এবং গন্তব্য নিয়ে নানা খবর প্রচারিত হয়েছে। তবে সেসবের কোনোটাতেই নিশ্চিত করেননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, হাতে সময় নেই ঠিকই। তবে এখনো নাকি বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফ্রেব্রুয়ারি প্রথমেই চারহাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে।
শোনা গিয়েছিল, বারুইপুর রাজবাড়ি অথবা শোভাবাজার রাজবাড়ির কোনও একটিতে বিয়ে হওয়ার কথা মধুমিতা-দেবমাল্যের। এই দুই জায়গার কথা যে হবু বর-কনে ভেবেছেন, সেটা জানিয়েছেন। তবে এখনও আলোচনার পর্ব চলছে বলেই দাবি তাঁদের।
মধুমিতার কথা অনুযায়ী, কেনাকাটা ছাড়া বিয়ের তারিখ এবং বিবাহবাসরের জায়গা এখনও ঠিক হয়নি। তবে বিয়ের আগে প্রথমবার দু’জনে একসঙ্গে আইবুড়োভাত খেলেন মধুমিতা-দেবমাল্য। তাঁদের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়োভাতের। প্রথম আইবুড়োভাতে সাদা-কালোয় সেজেছিলেন দু’জনে। মধুমিতা পরেছিলেন অফ হোয়াইট সালোয়ার কামিজ এবং হবু বর দেবমাল্যের পরনে ছিস কালো পাঞ্জাবি। এ বার কনের সাজে মধুমিতাকে দেখার জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা।
কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:৪০