মাইলফলকের পর সেঞ্চুরিতে প্রত্যাবর্তন রাঙালেন কোহলি
Reporter Name
Update Time :
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
২৪
Time View
নিউজ ডেক্স : দূরত্বটা দীর্ঘ হলেও প্রত্যাবর্তনটা কিভাবে করতে হয় তা ভালো করেই জানেন বিরাট কোহলি। প্রত্যাবর্তনের গল্পটা তার থেকে আর কে বা ভালো লিখতে পারেন। দীর্ঘ প্রায় ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রত্যাবর্তনটা রাজকীয়ভাবে রাঙালেন কোহলি। দারুণ এক সেঞ্চুরিতে।
অন্ধ্র প্রদেশের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন দিল্লির ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেট তার ৫৮তম সেঞ্চুরি। ১৩১ রানের ইনিংস খেলার পথে দিল্লিকে সহজ জয় এনে দিয়েছেন ভারতীয় কিংবদন্তি। অন্ধ্র প্রদেশের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য ৭৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি।
কোহলি তার ১০১ বলের ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কা ও ১৪ চারে। জয়ে তার সঙ্গে অবদান রেখেছেন প্রিয়ানশ আর্য (৭৪) ও নিতিশ রানা (৭৭)। তাদের দারুণ পারফরম্যান্সের সামনে ভেস্তে গেছে অন্ধ্র প্রদেশের সেঞ্চুরিয়ান রিকি ভুঁইয়ের ১২২ রানের ইনিংস। কোহলির আগে ১৫৫ রানের ইনিংস খেলে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন রাঙিয়েছেন রোহিত শর্মা।
মুম্বাইয়ের হয়ে ৯৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯ ছক্কা ও ১৮ চারে। এই সেঞ্চুরিতে যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিন অংক স্পর্শ করতে না পারার ঝালই মেটালেন কোহলি। বিশাখাপত্তনমে ৬৫ রানে অপরাজিত থাকার সময় ভারত ৯ উইকেটের জয় পায়। তাতে হ্যাটট্রিক সেঞ্চুরি করা হয় না রান মেশিন খ্যাত ব্যাটারের। তার আগের দুই ইনিংসে করেন ১০২ ও ১৩৫ রান।