বিনোদন ডেক্স : অ্যানাকোন্ডার নাম শুনলেই গা শিউরে ওঠে। বিশালাকার এই ভয়ংকর সাপকে ঘিরে নির্মিত ‘অ্যানাকোন্ডা’ সিরিজের আগের ছবিগুলো দর্শকের মনে এখনো আতঙ্ক জাগায়। নতুন প্রজন্মের দর্শকদের জন্য এবার সেই ভয় আবার ফিরছে নতুন রূপে। আন্তর্জাতিকভাবে ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে নতুন ‘অ্যানাকোন্ডা’, যা একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে।
১৯৯৭ সালের জনপ্রিয় ‘অ্যানাকোন্ডা’ সিনেমার এটি সরাসরি রিমেক নয়, বরং একটি মেটা-রিবুট কমেডি-থ্রিলার। টম গোর্মিকান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জ্যান, থান্ডিওয়ে নিউটনসহ অনেকে।
গল্পে দেখা যাবে, ডগ ও গ্রিফ নামের দুই চরিত্র নিজেদের মিডলাইফ ক্রাইসিস কাটাতে শৈশবের প্রিয় সিনেমা ‘অ্যানাকোন্ডা’ নতুন করে বানাতে আমাজন জঙ্গলে পাড়ি জমায়। কিন্তু শুটিংয়ের মাঝেই বাস্তব এক বিশাল অ্যানাকোন্ডার মুখোমুখি হয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
সাম্প্রতিক প্রিমিয়ারে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও জ্যাক ব্ল্যাক ও পল রুডের কেমিস্ট্রি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে অ্যানিমেশনপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে ‘দ্য স্পঞ্জবব মুভি : সার্চ ফর স্কয়ারপ্যান্টস’। জনপ্রিয় স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস সিরিজের এটি চতুর্থ থিয়েটার ফিল্ম। এই সিনেমাটিও দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।
হারিয়ে যাওয়া পোষা শামুক গ্যারিকে খুঁজতে সমুদ্রের গভীরে বিপজ্জনক অভিযানে নামে স্পঞ্জবব। ভূত জলদস্যু ফ্লাইং ডাচম্যানের মুখোমুখি হয়ে শুরু হয় রোমাঞ্চকর ও হাস্যরসাত্মক যাত্রা।
১৯ ডিসেম্বর মুক্তির পর সিনেমাটি ইতিবাচক সাড়া পেয়েছে। রটেন টমেটোসে ৮৭ শতাংশ ইতিবাচক রিভিউ প্রমাণ করে, বড়দিনের ছুটিতে পরিবার নিয়ে দেখার জন্য এটি একেবারে আদর্শ বিনোদন।
কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৫:৫৪