আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বরকল উপজেলাধীন হরিণা সীমান্ত দিয়ে ভারত থেকে শুল্কবিহীন অবৈধভাবে আনা প্রায় ৯ লাখ টাকার বিদেশি সিগারেটসহ এক যুবককে আটক করেছে নিরাপত্তাবাহিনী। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটির সুবলং চেকপোস্ট এলাকায় একটি বার্মিজ বোটে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম ধন্য জ্যোতি চাকমা (২২)। তিনি বরকল উপজেলার ৫নং বড় হরিণা ইউনিয়নের পাকমর গ্রামের বাসিন্দা এবং বিমল নন্দ চাকমার সন্তান বলে জানা গেছে। নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট ভর্তি একটি বোট রাঙামাটির দিকে আসছে! এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী বিশেষ নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় সুবলং চেকপোস্ট অতিক্রমকালে বিশেষ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সন্দেহজনক বার্মিজ বোট থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বোট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ৩ হাজার ৪৭০টি ছোট কার্টুন ‘অরিস’ এবং ১ হাজার ৪৮০টি কার্টুন ‘এক্সএসও (ব্ল্যাক ফ্রুট)’ ব্র্যান্ডের সিগারেট। উদ্ধারকৃত সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তাবাহিনীর সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তি সিগারেটগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পাশাপাশি ব্যবহৃত বার্মিজ বোটটিরও কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ বিষয়ে বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সিগারেটসহ বোট থানায় আনার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট পাচারের নতুন রুট হিসেবে বরকলের হরিণা সীমান্ত ব্যবহার করছে চোরাকারবারীরা; সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান কার্যক্রম দিন দিন বাড়ছে। নিরাপত্তাবাহিনীর নজরদারিতে ফাঁস হলো বড় চালান। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০৫