স্পোর্টস ডেস্ক : মেয়েদের ওডিআই বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন শেফালি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন শেফালি ভার্মা। এবং পুরুষ ও নারী ক্রিকেটে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনাল কিংবা ফাইলানের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন।
অন্যদিকে ভারতের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি স্পিনার হার্মার। ওই সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন তিনি। তার ঘূর্ণিতে ভারতকে ২-০ ব্যবধানে সিরিজ হারায় দক্ষিণ আফ্রিকা। তাতে ২০০০ সালের পর ভারতে এটিই ছিল প্রোটিয়াদের প্রথম টেস্ট সিরিজ জয়।
দুই ম্যাচের সিরিজে মোট ১৭টি উইকেট শিকার করেন হার্মার। কলকাতা ও গুয়াহাটিতে ভারতকে বড় ব্যবধানে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে ভারতের লিড মাত্র ৩০ রানে আটকে দেন হার্মার। দ্বিতীয় ইনিংসেও নেন চারটি উইকেট। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভারতকে ৯৩ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। এতে ২০১০ সালের পর ভারতে প্রথম টেস্ট জয় পায় দক্ষিণ আফ্রিকা।
৩৬ বছর বয়সী এই স্পিনার দ্বিতীয় টেস্টেও ছিলেন দারুণ ছন্দে। ওই ম্যাচে তিনি নেন ৯টি উইকেট। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৮৮ রানের বড় লিড পেতে ভূমিকা রাখেন। দ্বিতীয় ইনিংসে সিরিজের সেরা বোলিং উপহার দেন হার্মার। ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং অর্ডার তিনি ধসিয়ে দেন। তার এই বোলিংয়ের কারণেই ৪০৮ রানের বিশাল জয় পায় প্রোটিয়ারা।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৫০