স্পোর্টস ডেস্ক : দুই ডিফেন্ডারের হেডে পাওয়া গোলেই মিশরের ক্লাব পিরামিডসকে ২-০ ব্যবধানে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উঠেছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।
শনিবার ‘চ্যালেঞ্জার কাপ’ নামের সেমিফাইনালে ফিলিপে লুইসের দল দুটি গোলই করে ফ্রি কিক থেকে। ম্যাচের ২৪তম মিনিটে সেট-পিস থেকে উড়ে আসা বলে সবার ওপর লাফিয়ে হেডে জাল খুঁজে নেন লিও পেরেইরা। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আরেকটি ফ্রি কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন দানিলো।
এর আগে ‘ডার্বি অব আমেরিকাস’ ম্যাচে গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর ক্রুজ আজুলকে ২-১ গোলে হারিয়েছিল কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো।
আতলেতিকো মাদ্রিদ ও চেলসির সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইসের কোচিংয়ে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর তিনি ফ্ল্যামেঙ্গোকে পাঁচটি শিরোপা জিতিয়েছেন। এবার তাদের সামনে রয়েছে ষষ্ঠ ট্রফি জয়ের সুযোগ।
ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়নদের অংশগ্রহণে আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বুধবার। শিরোপা নির্ধারণী ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে ফ্ল্যামেঙ্গো।
কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১৮