স্পোর্টস ডেস্ক : সিঙ্গেল লেগ পদ্ধতির এই লিগের দলবদল চলবে ১৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। এবার নারী লিগে বয়সভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। ক্লাবগুলোতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ থেকে দুজন করে ফুটবলার নিবন্ধন বাধ্যতামূলক করেছে ফেডারেশন। জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ।
একটা সময়ে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরেছিল নারী ফটুবলরদের হাত ধরে। তবে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেও, সুযোগ সুবিধার বেলায় পিছিয়ে জয়িতারা। ছেলেদের ফুটবলে কাড়ি অর্থ খরচ করলেও, নারী লিগে আগ্রহ নেই ঘরোয়া ক্লাবগুলোর। বরাবরের মতো তাই এবারো হচ্ছে সেই দায়সারা নারী লিগ। তাও বেশ কয়েকদফা পিছিয়ে। লিগ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ঋতু , তহুরারা। তাই তড়িঘরি করেই এ আয়োজন।
এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় এবার একমাসের মধ্যেই লিগ শেষ করবে বাফুফে। ১১ দলের আসর শুরু হবে ২৯ ডিসেম্বর। এবারের লিগে নতুনত্ব বিদেশি ফুটবলার নিবন্ধন। নারী উইং চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ গণমাধ্যমকে বলেন, ‘আসলে আমাদের একটু দেরি হয়ে গেল। ক্লাবগুলো কাগজপত্র জমা, অন্যান্য আনুষ্ঠানিকতা, সব মিলিয়ে অনেক সময় লেগেছে। কমিটি সেটা যাচাই-বাছাই করতেও সময় লেগেছে। যে কারণে একটু দেরি হয়ে গেছে। যাইহোক আমরা অবশেষে শুরু করতে যাচ্ছি। এ লিগে আমরা ৪ জন করে বিদেশি খেলোয়াড়ের অনুমতি দিয়েছি। খেলতে পারবে ৩ জন।’
এবারের নারী ফুটবল লিগে বয়সভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। খেলোয়াড় রিপ্লেস করতে চাইলে , বয়স ভিত্তক লেভেলেই রিপ্লেস করতে হবে। লিগে পুল হওয়ার কথা থাকলেও, তা আর হচ্ছে না। ক্লাবগুলো সর্বোচ্চ ৩৫ ও সর্বনিম্ন ২৩ জন ফটুবলার নিবন্ধন করতে পারবে। কিরণ বলেন, ‘সর্বোচ্চ ৩৫ জন নিবন্ধন করতে পারবে একটি ক্লাব। সর্বনিম্ন ২৩ জনকে নিবন্ধন করতে হবে। প্রথম একাদশ যখন মাঠে নামাবে, তখন অনূর্ধ্ব-১৭ থেকে দুজন এবং অনূর্ধ্ব-২০ থেকে দুজনকে রাখতে হবে।’
কিউএনবি/খোরশেদ/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫০:৪০