স্পোর্টস ডেস্ক : অ্যালিয়াঞ্জ এরেনায় দ্বিতীয়ার্ধে গোল গোল করে বায়ার্নকে চমকে দেয় স্পোর্টিং সিপি। যদিও গোলটি আসে আত্মঘাতী থেকে। এরপর ১২ মিনিটে তিন গোল করে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নেয় বায়ার্ন।
এই তিন গোলের একটি করেন লেনার্ট কার্ল। আর তাতেই কিলিয়ান এমবাপ্পের গড়া রেকর্ড ভেঙে সেখানে নিজের নাম লেখান। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোল করার রেকর্ড গড়েন কার্ল। গতকাল গোল করার সময় কার্লের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৯০। এর আগে মোনাকোর হয়ে এমবাপ্পে এই রেকর্ড করেছিলেন ১৮ বছর ১১৩ দিন বয়সে।
এদিকে শুধু ঐ গোল করেই থেমে থাকেননি কার্ল। গড়েছেন একের পর এক সুযোগও। যদিও আর গোল পাননি তিনি। স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচসেরাও হয়েছেন জার্মানির এই মিডফিল্ডার। স্পোর্টিংকে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বায়ার্ন। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট বায়ার্নের। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্টও ১৫, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে আর্তেতার দল।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১২