বিনোদন ডেক্স : সৌদি আরবের জেদ্দায় বসেছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। এবারের আসরে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে সিনেমায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মানায় ভুষিত করেছে। ভারতীয় সিনেমায় তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ যাত্রার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা। গত ৪ ডিসেম্বর শুরু হয়েছে এই উৎসব। শেষ হবে ১৩ ডিসেম্বল। অভিনেত্রী রেখা ৭ ডিসেম্বর উৎসবে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’ এর বিশেষ প্রদর্শনী হয়। সেনমাটি দেখানো হয়েছে ট্রেজার স্ট্যান্ড সেকশনে। যেখানে ইতিহাসে বিশেষ ছাপ রেখে যাওয়া, পুনরুদ্ধার করে পুনরায় প্রদর্শিত সিনেমাগুলো স্থান পায়।
কিউএনবি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৫০