স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দলে জায়গা পাননি পেসার আল ফাহাদ। এছাড়া সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকার বাদ পড়েছেন। তার পরিবর্তে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।
যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। অন্যদিকে, ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ গ্রুপের অন্য দুটি দল হলো সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।
টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। একদিন পর, অর্থাৎ ১৩ ডিসেম্বর, বাংলাদেশ মিশন শুরু করবে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশের স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ডবাই
রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২