বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শরীফুল রাজ র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘আইসক্রিম’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেন তিনি। এরপর ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তবে তাকে পরিচিতি এনে দেয় পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন শরীফুল রাজ। ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান পাকাপোক্ত করেন অভিনেতা। এর মধেই অভিনেত্রী পরীমনির সঙ্গে প্রেম-সংসার করে বাবাও হয়েছেন শরীফুল রাজ।
এমনকি বিয়েবিচ্ছেদের ঘটনাও তার জীবনে ঘটে গেছে। সেই সময় ভবঘুরে ছিলেন। কিন্তু সেটি ক্ষণিকের, সিনেমা তাকে বাউণ্ডুলে রূপ দিতে পারেনি। স্বমহিমায় ফিরে নতুন উদ্যমে একের পর এক সিনেমায় কাজ করতে শুরু করলেন শরীফুল রাজ। গত কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর থেকেই আলোচনা—কী করছেন শরীফুল রাজ? কোথায় আছেন কেমন আছেন? সেই জল্পনার মধ্যেই কয়েক দিন আগে জানা যায়, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং সপ্তাহখানেকের মধ্যে শুরু হচ্ছে। ঠিক এর পরই ‘জীবন অপেরা’র শুটিং করবেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন শরীফুল রাজ।
কিউএনবি/মহন/৮ ডিসেম্বর ২০২৫/সকাল ১১:৫৭