এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জামায়াত নেতা মাষ্টার জহুরুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১ ডিসেম্বর) ভোর ৪ টার সময় দক্ষিণ কয়ারপাড়ায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। এদিন বাদ যোহর দক্ষিণ কয়ারপাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী-সেক্রেটারী সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা জামায়াতের সহকারী-সেক্রেটারী মাস্টার রহিদুল ইসলাম খান, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আলা উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম-স¤পাদক বাবুল আক্তার সাংবাদিক এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাস্টার জহুরুল ইসলাম ১৭ বছর যাবৎ চৌগাছা সদর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি ছিলেন। প্রয়াত এ জামায়াত নেতা উপজেলার রোস্তমপুর দাখিল মাদ্রসার শিক্ষক ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪