ডেস্ক নিউজ : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহসিন কলেজের মাঠ আধুনিকায়নের পথে। কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে ৪ কোটি ৩৪ লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে মাঠটি নতুন রূপ পাচ্ছে।
প্রকল্পের আওতায় গ্যালারি নির্মাণ, উন্নত মানের ব্যায়াম সরঞ্জাম, বাইসাইকেল লেইন, চারপাশে হাঁটার পথ, আধুনিক লাইটিং, সিসিটিভি, স্প্রিংকলার ও ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করা হবে। এছাড়া পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট সুবিধা থাকবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা যুব ও তরুণ সমাজকে খেলাধূলার দিকে ফিরিয়ে আনতে চাই। মহসিন কলেজের মাঠের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, স্থানীয় বাসিন্দারাও শারীরিক চর্চা ও ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবে। লক্ষ্য নগরের তরুণদের সুস্থ বিনোদন ও সৃজনশীল কার্যক্রমে যুক্ত করা।
মহসিন কলেজের ছাত্র এনামুল হক বলেন, মাঠটি অনেক পুরনো। মেয়র শাহাদাত হোসেন যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত আনন্দের। এটি খেলাধূলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াবে।
চসিকের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত সেপ্টেম্বর। বর্তমানে কাজের ১৬ শতাংশ শেষ হয়েছে এবং আগামী ৩০ মে পর্যন্ত প্রকল্প সমাপ্ত হওয়ার কথা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের জন্য ‘ডেল্টা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসোর্টিয়াম লিমিটেড’ ঠিকাদার নিয়োগ করা হয়েছে। মাঠের মোট উন্নয়নভূমি ৪,৩১১ বর্গমিটার (১.০৬৫ একর)।
কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৫৮