ডেস্ক নিউজ : বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুইমিংপুলের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় সুইমিংপুলের উদ্বোধন করা হয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে এই আন্তর্জাতিক মানের জলক্রীড়া সুবিধা উপভোগের সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিশেষ নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, শিক্ষিত ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সবসময়ই খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আমাদের রয়েছে নিজস্ব গ্রাউন্ড এবং সম্প্রতি সম্পন্ন হয়েছে নিজস্ব সুইমিং পুলের নির্মাণ- যা আমাদের মাননীয় চেয়ারম্যানের সেই বিশেষ ইচ্ছার প্রতিফলন, যেখানে তিনি চান শতভাগ শিক্ষার্থী সাঁতার শিখুক এবং শারীরিক ও মানসিক গুণাবলী বিকশিত হোক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিজেদের ক্যাম্পাসে একটি নিরাপদ, আধুনিক ও শিশুবান্ধব সুইমিংপুল স্থাপন করেছে। পুলের ডিজাইন, নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উচ্চমান বজায় রেখে নির্মাণ ও সজ্জিত করা হয়েছে। সুইমিংপুল উদ্বোধনের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিরাপদ পরিবেশে শেখার, বেড়ে ওঠার এবং দক্ষ সাঁতারু হয়ে ওঠার সুযোগ পাবে।
কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:০৭