ডেস্ক নিউজ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের অস্বচ্ছল ও মেধাবী ২৭২ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার দফতরে বৃত্তির চেক হস্তান্তর করেন। শিক্ষার্থীদের পক্ষে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিরা চেক গ্রহণ করেন।
এদিন শিক্ষার্থী প্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৬ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি বিতরণ করা হয়। উল্লেখ্য, গত বছর ৩৩ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর আয়োজিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। এ সময়ে একাডেমিক মানোন্নয়ন সম্ভব হয়েছে। আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে অবকাঠামোগত উন্নয়নও করা হবে। তবে পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, যদিও আমরা শিক্ষার্থীদের খুব সামান্য পরিমাণ সহায়তা দিতে পারছি, তবুও আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি, যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে এবং শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহী হয়।
কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১৫