স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে মোরসালিনের গোলে ১-০ গোলে এগিয়ে স্বাগতিকরা।
রাকিব হোসেন ও শেখ মোরসালিনের নৈপুণ্যে শুরুতে লিড পেলেও গোলরক্ষক মিতুল মারমার ভুলে গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়ে রক্ষা করলেন হামজা দেওয়ান চৌধুরী। তাতে ভারতের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে গেলো লাল সবুজরা।
ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ সাজাচ্ছিল ভারত। কিন্তু ১২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দ্রুত গতিতে তিনজনকে কাটিয়ে ভারতের বক্সে ঢুকে যান রাকিব।
বাম দিক থেকে রাকিব যে ক্রসটি নেন তাতে দুর্দান্তভাবে কানেক্ট করেন মোরসালিন। ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি। গোল…। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
এরপর সমতায় ফিরতে মরিয়া ভারত অনেকবার চেষ্টা চালিয়েছে গোলের; কিন্তু হামজাদের ডিফেন্স এবং গোলরক্ষক মিতুল মারমার বাধা ভেদ করে গোল করতে পারেনি তারা।
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:২২