শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮ আশুলিয়ায় লকডাউনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ   আশুলিয়ায় আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মী গ্রেফতার আশুলিয়ায় ফের গাড়ীতে আগুন মেসির সম্মানে এবার বড় উদ্যোগ নিচ্ছে বার্সেলোনা নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে- জেনারেল ওয়াকার-উজ-জামান  নাশকতা রোধে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে গ্রেফতার ১২; গত ৭২ ঘন্টায় আটক ৫১ জন। আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের শাখা কার্যালয়ের উদ্বোধন  ইলিশ-সবজির বাজার গরম, ডিম-মুরগিতে স্বস্তি খুঁজছে মানুষ! মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

মেসির সম্মানে এবার বড় উদ্যোগ নিচ্ছে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় ৯০০ দিন পর গত ৭ নভেম্বর খুলে দেওয়া হয়েছে বার্সেলোনার বহু ইতিহাসের সাক্ষী ক্যাম্প ন্যু। এরপর সবার অজান্তেই সেখানে ঢুঁ মেরে আসেন ক্লাবটির ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ গোলদাতা ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায় তার। অথচ সেই ক্লাব থেকে মেসি মর্যাদাপূর্ণ বিদায়টাও পেলেন না। সেই আক্ষেপ কিছুটা হলেও মেটানোর লক্ষ্যে বড় উদ্যোগ নিচ্ছে বার্সা।

নিজেদের ইতিহাসে অন্যতম এই কিংবদন্তিকে যথাযথ সম্মান দেখাতে না পারার অনুতাপে ভুগতে দেখা গেছে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাকে। এবার তিনিই জানালেন নতুন উদ্যোগের কথা, বার্সার ঘর ক্যাম্প ন্যু’র সামনে বসবে মেসির ভাস্কর্য। যদিও এমন সম্ভাবনা ২০২১ সালে প্রথমবার তৈরি হয়েছিল। ওই বছরের বার্ষিক সভায় (এজিএম) বার্সেলোনা আরও দুই কিংবদন্তির মতো আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভাস্কর্য তৈরির আলোচনা করেছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কাতালান ঠিকানা বদলাতে হয় মেসিকে।

এবার আরও বিস্তৃত আকারে উন্মোচিত হয়েছে ক্যাম্প ন্যু। আসন বৃদ্ধি থেকে সুযোগ-সুবিধা অনেক কিছুই বদলে গেছে। গত শুক্রবার ইয়ামাল-রাশফোর্ডরা প্রথমবার ক্যাম্প ন্যুতে অনুশীলন করেছেন। সাধারণ এক অনুশীলন দেখতে টিকিট কেটে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি সমর্থক। ক্যাম্প ন্যুতে ঘুরে আসার লোভ সামলাতে পারেননি মেসিও। দিন দুয়েক পরেই তিনি সবার অগোচরে পুরনো ঠিকানায় পা রাখেন। এরপর সামাজিক মাধ্যমে যখন আবেগঘন এক পোস্ট ও ছবি প্রকাশ করেন, তখনই সবাই চমকে ওঠে।

Image

সেই ক্যাম্প ন্যু’র সামনে মেসির ভাস্কর্য স্থাপন নিয়ে বার্সা সভাপতি লাপোর্তা জানিয়েছেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে অবশ্যই এজন্য মেসি ও তার পরিবারের অনুমোদন লাগবে। যখন সঠিক সময় আসবে এবং আমরা ভাস্কর্যের নকশা চূড়ান্ত করব, তখন আমরা তাদের প্রস্তাব পাঠাব। বার্সা ভক্ত হিসেবে নতুন স্টেডিয়ামের সামনে লিওনেল মেসিকে সম্মান জানিয়ে ভাস্কর্য দেখতে নিশ্চয়ই পছন্দ করব। যেখানে বার্সার সব কিংবদন্তির অবস্থান।’

৩৮ বছর বয়সী এই তারকাকে নিয়ে তিনি আরও বলেন, ‘মেসির সঙ্গে সবসময়ই বার্সার সংযোগ ছিল। তার জন্য যে দরজা খোলা সেটি সেও জানে। তার জন্য আমাদের অনেক শ্রদ্ধ আছে, তিনি সেরা উৎসর্গ প্রাপ্য। স্পটিফাই ক্যাম্প ন্যুতে তার একটি ভাস্কর্য থাকা উচিত। (ইয়োহান) ক্রুইফ ও (লাসলো) কুবালার মতো। আমাদের জার্সি গায়ে জড়িয়েছে এমন ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম আইকনিক তারকা। সভায় আমরা বিষয়টি (ভাস্কর্য) স্থাপন নিয়ে আলোচনা করেছি।’
dhakapost
বার্সার সাবেক দুই কিংবদন্তি ইয়োহান ক্রুইফ ও লাসলো কুবালার ভাস্কর্য

ক্যাম্প ন্যু’র সামনে বর্তমানে বার্সার সাবেক দুই কিংবদন্তি ক্রুইফ ও কুবালার ভাস্কর্য আছে। তাদের পাশেই বসতে পারে মেসির প্রতিমূর্তি। বার্সেলোনার ‍মূল দলে ২০০৪ সালে অভিষেক হয়েছিল আর্জেন্টাইন এই খুদে জাদুকরের। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৭৭৮ ম্যাচ। যেখানে বাঁ পায়ের জাদুকরী মোহে বুঁদ রেখে মেসি ৬৭২ গোল করেছেন। জিতেছেন ৩৫টি ট্রফি। এর মধ্যে রয়েছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ এবং ১০টি লা লিগা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit