ক্রীড়া ডেস্ক : সম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার কাসেমিরো স্পষ্টভাবে জানালেন, ২০২৬ সালের বিশ্বকাপে নেইমার ছাড়া ব্রাজিল জাতীয় দল কল্পনা করা সম্ভব নয়। ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচে ২-৩ ব্যবধানে হারের পর নেইমারকে যে সমালোনার মুখোমুখি হতে হয়েছে এর মধ্যেই কাসেমিরো তার পাশে দাঁড়িয়েছেন।গ্লোবো সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ‘নেইমার যেকোনো জাতীয় দলের জন্য অপরিহার্য।
যদি সে ফিট থাকে, আমাদের জন্য বিশ্বকাপে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।সে এক অন্য গ্রহের খেলোয়াড়। নেইমার অসাধারণ। প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে, যা শুধু প্রতিভা দিয়ে সম্ভব নয়; ধৈর্য ও পরিশ্রমও লাগে।’তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি ইতিমধ্যেই জানিয়েছেন, নেইমারকে ২০২৬ বিশ্বকাপে খেলতে হলে তার শারীরিকভাবে শতভাগ ফিট থাকা আবশ্যক।


























