ডেস্ক নিউজ : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার সীমিত পরিসরে চালু হলো খুলনার নতুন জেলা কারাগার। পুরাতন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সশ্রম ও বিনাশ্রম সাজাপ্রাপ্ত ৮৩ জন বন্দিকে প্রিজন সেলে করে নতুন, আধুনিক এই সংশোধনাগারে আনা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের কারা-উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. মনির আহমেদ, খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, প্রাথমিকভাবে এই বন্দিদের স্থানান্তরের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
প্রায় ২৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক কারাগারটিতে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য পৃথক ভবন, নারী ও কিশোর-কিশোরীদের জন্য আলাদা ব্যারাক, ৫০ শয্যার হাসপাতাল এবং মোটিভেশন সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। জনবল সংকটের কারণে বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুরাতন কারাগারে থাকবে মহানগরীর বন্দিরা এবং নতুন কারাগারে জেলার নয় উপজেলার বন্দিদের রাখা হবে।
নতুন এই সংশোধনাগারটি ২ হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন। কারাগারটিতে পাকা পথ, রঙিন ভবন, মসজিদ, লাইব্রেরি এবং দেশের সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ রয়েছে বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৩