আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “জমিয়তের দাওয়াত, জমিয়তের পায়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। এ সময় শ্লেগানে শ্লোগানে মুখেরিত হয় পুরো এলাকা। সেখান থেকে আনন্দ মিছিল নিয়ে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা জমিয়তের আহবায়ক আলহাজ¦ সাজ্জাত কিবরিয়া পাপ্পু’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিশেষ অতিথি হিসাবে নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওঃ ইসমাইল হোসেন রিয়াজী, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ মঞ্জুর, সহ-সম্পাদক হাফেজ মাঝহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজ, কেন্দ্রীয় কমিটির নীর্বাহী সদস্য হাফেজ সলিমুল্লাহ খান, জলঢাকা উপজেলা জমিয়তের সভাপতি জাফর আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।উপজেলা যুব জমিয়তের আহবায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহামুদ বীন আলম। মাওলানা আফেন্দী বলেন, মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাস্টিটদের কবর রচিত হবে। আগামী নির্বাচনে খেজুরগাছ মার্কায় ভোট প্রদানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জান।আলোচনা শেষে আলহাজ¦ সাজ্জাদ কিবরিয়া পাপ্পুকে সভাপতি এবং মাওঃ জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিস্ট ডোমার উপজেলা কমিটি গঠন করা হয়।
কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৫,/সকাল ৬:২০