বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮ Time View

ডেস্ক নিউজ : পবিত্র কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি চিরন্তন সত্য ও সার্বজনীন এক জীবনবিধান। এতে আছে ঈমান, আমল, ন্যায়, নীতি, বিজ্ঞান ও ইতিহাস। শুধু অতীতের শিক্ষা নয়; বর্তমান ও ভবিষ্যতেরও পথনির্দেশ। তাই এই কোরআন শুধু পাঠের জন্য নয়; বরং চিন্তা, উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগের জন্য নাজিল হয়েছে।

পবিত্র কোরআনের অনন্য বৈশিষ্ট্য-

১. আল্লাহর বাণী হিসেবে কোরআন : কোরআন মহান আল্লাহর বাণী, যা প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর ওপর অবতীর্ণ হয়েছে মানবজাতির পথনির্দেশ হিসেবে। এটি সুরা আল-ফাতিহা দিয়ে শুরু হয়ে সুরা আন-নাস দিয়ে সমাপ্ত। এটি কোনো মানুষের রচনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অনন্য অলৌকিক গ্রন্থ।

২. কোরআন পাঠ এক ইবাদত : কোরআন পাঠ করা সতন্ত্র একটি ইবাদত। নামাজে এবং নামাজের বাইরে এর তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা অসীম সওয়াব দান করেন। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পাঠ করবে, তার জন্য একটি নেকি থাকবে, আর প্রতিটি নেকি ১০ গুণ বৃদ্ধি পাবে…।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৯১০)।

৩. নামাজে কোরআন তেলাওয়াত অপরিহার্য : কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ কখনোই সম্পূর্ণ হয় না। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাবের কোনো অংশ পাঠ করে না, তার নামাজ নেই। ’ (সহিহ বুখারি, হাদিস : ৭৫৬)।

৪. কোরআন বিকৃতি থেকে সম্পূর্ণ নিরাপদ : কোরআন আল্লাহর বিশেষ হেফাজতে রয়েছে। কেউ এর একটি অক্ষরও পরিবর্তন করতে পারে না। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমিই কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমিই  এর সংরক্ষণকারী।’ (সুরা : হিজর, আয়াত : ৯)। পূর্ববর্তী ঐশী কিতাবসমূহ তাওরাত, ইঞ্জিল প্রভৃতি মানবহস্তে বিকৃত হয়েছে, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত ও অক্ষুণ্ন থাকবে।

৫. কোরআন বিরোধ ও অসংগতি থেকে মুক্ত : কোরআনের প্রতিটি বাক্য, প্রতিটি বার্তা পরিপূর্ণ সংগতিপূর্ণ ও যুক্তিসম্মত। আল্লাহ তাআলা বলেন, ‘তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করে না? যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে তা আসত, তবে তারা এতে অনেক বিরোধ দেখতে পেত।’ (সুরা নিসা, আয়াত : ৮২)।

৬. কোরআন মুখস্থ করা সহজ : আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে অবতীর্ণ করেছেন, যা মানুষের জন্য সহজে মুখস্থ ও স্মরণযোগ্য। ইতিহাসে কোটি কোটি মুসলমানের মুখে মুখে এই কিতাব সংরক্ষিত হয়েছে। আল্লাহ বলেন, ‘আমি অবশ্যই কোরআনকে স্মরণের জন্য সহজ করে দিয়েছি; অতএব আছে কি কেউ শিক্ষা গ্রহণকারী?’ (সুরা : কামার, আয়াত : ৪০)।

৭. কোরআন এক অনন্য অলৌকিক গ্রন্থ : কোরআন এমন এক মহা অলৌকিক কিতাব, যার তুলনা পৃথিবীতে আর কিছুই নেই। কেউই এর মতো একটি সুরা রচনা করতে সক্ষম নয়। আল্লাহ তাআলা সেই সময়ের আরবদের- যারা ভাষা ও সাহিত্যগুণে ছিল অগ্রগণ্য-চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। 

আল্লাহ বলেন, ‘অথবা তারা কি বলে, ‘তিনি  এটি নিজে বানিয়েছেন?’ বলুন, ‘তাহলে তোমরা এর মতো একটি সুরা তৈরি করে দেখাও।’ (সুরা : ইউনুস, আয়াত : ৩৮)। এই চ্যালেঞ্জ আজও অটুট রয়েছে। যুগে যুগে কেউ এর সমতুল্য কিছু আনতে পারেনি, পারবেও না।

৮. কোরআন পাঠকারীর ওপর রহমত বর্ষিত হয় : যে স্থানে মানুষ একত্র হয়ে কোরআন পাঠ করে এবং তা নিয়ে পর্যালোচনা করে, সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, রহমত ও বরকত নেমে আসে। নবী করিম (সা.) বলেন, ‘যেকোনো দল আল্লাহর ঘরে একত্র হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং পরস্পরের মাঝে তা অধ্যয়ন করে, তাদের ওপর প্রশান্তি নেমে আসে, রহমত তাদের আচ্ছাদিত করে, ফেরেশতারা তাদের ঘিরে রাখে এবং আল্লাহ তাদের কথা উল্লেখ করেন তাঁর নিকটবর্তীদের মধ্যে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৯)।

৯. কোরআন সব মানুষের জন্য পথপদর্শক ও সতর্কবার্তা  : কোরআন জীবিত মানুষের জন্য হিদায়াত ও সতর্কবার্তা হিসেবে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘যাতে তিনি মানুষকে সতর্ক করতে পারেন।’ (সুরা : ইউনুস, আয়াত : ৭০)।

১০. কোরআন দেহ-মনের রোগের প্রতিকার : কোরআন শিরক, কপটতা, সন্দেহ ও অন্যান্য আত্মিক রোগের নিরাময়। এটি শুধু আত্মার নয়, শরীরেরও চিকিৎসা। সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাসসহ অনেক আয়াত দ্বারা রোগ নিরাময়ের হাদিস প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন-’হে মানবজাতি, তোমাদের কাছে এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ, অন্তরের রোগসমূহের নিরাময় এবং এটি মুমিনদের জন্য হিদায়াত ও রহমত।’ (সুরা ইউনুস, আয়াত : ৫৭)।

১১. কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে : কোরআন পাঠকারীর জন্য কিয়ামতের দিন এই মহান কিতাব নিজেই সুপারিশ করবে। নবী করিম (সা.) বলেছেন, ‘তোমরা কোরআন তিলাওয়াত করো। কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৮০৪)।

১২. পূর্ববর্তী সব কিতাবের ওপর কোরআনের শ্রেষ্ঠত্ব : কোরআন পূর্ববর্তী সব ঐশী কিতাবের সত্যতা নিশ্চিত করে এবং তাদের ওপর বিচারক ও মানদণ্ড হিসেবে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা নিশ্চিত করে এবং তাদের ওপর মানদণ্ড হিসেবে অবতীর্ণ হয়েছে।’ (সুরা মায়িদা, আয়াত : ৪৮)।

১৩. কোরআনের বার্তা সত্য ও তার বিধান ন্যায়নিষ্ঠ : ইমাম কাতাদা (রহ.) বলেন, ‘আল্লাহ তাঁর বাণীতে সত্যবাদী এবং তাঁর রায়ে ন্যায়পরায়ণ। তিনি যা বলেন তা চির সত্য, তাতে কোনো সন্দেহ নেই। তিনি যা আদেশ করেন তা ন্যায়বিচার, আর যা নিষেধ করেন তা মিথ্যা ও অন্যায়। যেমন আল্লাহ বলেন- ‘তিনি তাদের সৎকাজের আদেশ দেন এবং অন্যায় থেকে নিষেধ করেন; তাদের জন্য পবিত্র বিষয়সমূহ হালাল করেন এবং অপবিত্র বিষয়সমূহ হারাম করেন।’ (সুরা আরাফ, আয়াত : ১৫৭, তাফসির ইবনে কাসির ২/১৬৭)।

১৪. কোরআনের শিক্ষণীয় ঘটনা বাস্তবিক, কাল্পনিক নয় : কোরআনের প্রতিটি ঘটনা সত্য ও বাস্তব। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমার কাছে মুসা ও ফেরাউনের কাহিনি সত্যভাবে বর্ণনা করছি।’ (সুরা কাসাস, আয়াত : ৩)। একইভাবে, গুহাবাসীদের কাহিনিতেও আল্লাহ বলেন, ‘আমি তাদের কাহিনি তোমার কাছে সত্যভাবে বর্ণনা করছি।’ (সুরা কাহফ, আয়াত : ১৩)।

১৫. কোরআন মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা : মানবজাতির জীবনের প্রতিটি প্রয়োজনীয় বিষয়ে- ইমান, আকিদা, ইবাদত, আহকাম, লেনদেনসহ সামাজিক জীবনের অন্যান্য দিক- সবকিছুর পরিপূর্ণ দিকনির্দেশনা আছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ‘আমি কিতাবে কোন কিছুই বাদ দিইনি।’ (সুরা : আনআম, আয়াত : ৩৮)।

পবিত্র কোরআন যুগে যুগে মানবজাতিকে অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়ে এসেছে এবং কিয়ামত পর্যন্ত দেখিয়ে যাবে। রাসুল (সা.) বলেন, ‘আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি; যত দিন তোমরা এগুলোর সঙ্গে দৃঢ়ভাবে আঁকড়ে থাকবে, কখনো পথভ্রষ্ট হবে না- (১) আল্লাহর কিতাব (২) আমার সুন্নাহ…।’ (মুয়াত্তা মালেক, হাদিস : ৮৯৯)।  কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়; কোরআন বিশ্ব জাহানের রব আল্লাহর কালাম। কোরআন মুসলিম জাতির শক্তি, চেতনা ও আত্মমর্যাদার উৎস।

কিউএনবি/অনিমা/৮ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit