আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : অ্যালিওন ফ্যাক্টরীর ম্যানেজার তাউস খান জনির উপর হত্যার উদ্যেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন-বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কারখানাটির সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এরআগে রোববার বিকালে আশুলিয়ার সারক
বিক্ষোভ মিছিলটি নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় অবস্থান নেয়। এতে মহাসড়কে ২০ মিনিট ধরে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, ছাত্রজনতার হত্যা মামলার আসামী শ্রমিক লীগ নেতা আবু-সামা মৃধা এ্যালিওন কারখানায় সে খালী গায়ে অনধিকার প্রবেশ করলে, সিকিউরিটি গার্ড তাকে ঢুকতে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে তার শ্যালক কথিত স্বেচ্ছাসেবক দল নেতা আমান শেখ ভুট্টোর নেতৃত্বে ওই সিকিউরিটি গার্ডকে মারধর করে। এঘটনায় সিকিউরিটি গার্ড থানায় একটি জিডি করেন।
এরপর থেকে জিডি তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি-হামকি দিতে থাকে। এরই সুত্র ধরে গত ৫ই অক্টোবর রোববার বিকালে কাজ শেষ করে অফিস থেকে ম্যানেজার জনি বাসায় ফেরার পথে বান্দু ডিজাইন সংলগ্ন বড়ইতলা এলাকায় পৌঁছালে তাদের নেতৃত্বে তাকে গতিরোধ করে লোহার রড দিয়ে পিটায় এবং চাকু দিয়ে পার মারে।
একপর্যায়ে তার ডাক চিৎকারে লোকজন ছুঁটে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অনতিবিলম্বে সন্ত্রাসীমূলক কাজে যারা জড়িতদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবিও জানান তারা। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, কারখানাটির শ্রমিক ও কর্মচারীবৃন্দ।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৫৫