এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পৌর শহরের জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পৌর শহরের পাচনামনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আম্বিয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।
আহতদের মধ্যে পাঁচনামনা এলাকার মৃত মাহাতাব উদ্দিনের মেয়ে সপ্না খাতুন (২৭), মৃত মাহাতাব উদ্দিনের স্ত্রী আমবিয়া বেগম (৫৯), শিমুল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২৫), চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সপ্না খাতুনের অবস্থা আশঙ্কা জনক।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে গোলযোগ চলে আসছিলো । ঘটনার দিন রাতে সন্ত্রীরা জোরপূর্বক জমির সিমানা প্রাচির ভেঙ্গে জমি দখলের চেষ্টা করে। বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন নারী আহত হয়।
আহত ফাতেমা বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, পাঁচনামনা গ্রামের তাইজেল হোসেনের ছেলে যুবলীগ নেতা সুমির হোসেন, তাইজেল হোসেনের স্ত্রী মঞ্জুরা বেগম, সুমন হোসেনের স্ত্রী সীমা খাতুন ও মৃত জামাল উদ্দিনের স্ত্রী আনজেরাসহ ১০/১২ জন সন্ত্রাসী লোহার রড, হাঁসুয়া, গাছিদা, চাইনিজ কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাদর এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক আহত করে।
সন্ত্রীরা আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বাঁধা দেয়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের মধ্যে স্বপ্না খাতুনের অবস্থা আশঙ্কা জনক। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেয়েছি আইনি প্রক্রিয়া চলছে।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১১:১২