স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে হ্যারি কেইনের চুক্তির মেয়াদ আছে আরও দুই বছর। তবে ক্লাবটিতে আরও বেশিদিন থাকতে আগ্রহী তিনি। জার্মানিতে পাড়ি জমানোর সময় ভাবনায় ছিল চুক্তি শেষেই ফিরবেন ইংল্যান্ডে। কিন্তু সময়ের স্রোতে তিনি এখন বায়ার্ন মিউনিখকে ভালোবেসে ফেলেছেন। আর তাই ইংলিশ স্ট্রাইকারের প্রিমিয়ার লিগে ফেরা নিয়ে আগের ভাবনাটাও বদলে গেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় সফলতম গোলস্কোরার ও টটেনহ্যাম হটস্পারের কিংবদন্তি কেইন ২০২৩ সালে বায়ার্নে পাড়ি জমান। তিনি অবশ্য ভাবনাগুলো জানিয়েছেন ইংল্যান্ডে ফিরেই। ক্লাব ফুটবলে এখন কিছুদিনের বিরতি চলছে। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি ইংল্যান্ড জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। সেখানেই ক্লাব ফুটবলের নিজের ভবিষ্যৎ ভাবনা জানিয়েছেন এ স্ট্রাইকার।
বায়ার্নে যোগ দেওয়ার পর দুই বছরে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৬ ম্যাচে ১০৪ গোল করেছেন কেইন। এরই মধ্যে জিতেছেন বুন্দেসলিগা ও জার্মান কাপ, গড়েছেন বেশ কিছু রেকর্ড। চলতি মৌসুমের শুরুটাও করেছেন দারুণ। ১৮ গোল করেছেন স্রেফ ১০ ম্যাচ খেলে। এখানে তার চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। নতুন চুক্তির কোনো আলোচনা এখনও শুরু হয়নি।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যমকে কেইন জানালেন, তিনি আলোচনার অপেক্ষায় আছেন। এই স্ট্রাইকার বলেন, “তেমন কিছু (চুক্তির মেয়াদ বাড়ানো) অবশ্যই দেখতে পাচ্ছি আমি। যদিও সপ্তাহ দুয়েক আগেই প্রকাশ্যে বলেছি যে, বায়ার্নের সঙ্গে এসব আলোচনা আমার শুরু হয়নি। তবে যদি ব্যাপারগুলি উঠে আসে, অবশ্যই কথা বলতে মুখিয়ে থাকব আমি এবং সৎ আলোচনা করব।”
বায়ার্নে চুক্তিতে কেইনের রিলিজ ক্লজ ৬ কোটি ৭০ লাখ ইউরো। তবে সম্প্রতি টটেনহ্যামের কোচ টমাস ফ্র্যাঙ্ক বলেছেন, কেইনকে ফিরে পেতে দারুণভাবেই আগ্রহী তারা। কেইনের নিজেরও একসময় ছিল সেই তাড়না। বিশেষ করে, অ্যালান শিয়েরারকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগের সফলতম স্কোরার হওয়ার হাতছানি যেখানে আছে তার সামনে।
বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় কেইনকে আবার দেখা যাবে ১৮ অক্টোবর, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে। এর আগে ইংল্যান্ড আর্মব্যান্ড নিয়ে তিনি বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ওয়েলসের বিপক্ষে ও আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে লাটভিয়ার বিপক্ষে মাঠে নামবেন। জাতীয় দলের বাইরে ভবিষ্যতে কেইনকে কোন ক্লাবে দেখা যাবে, সেটা বলে দেবে সময়ই।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:০০