স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের বিগ ব্যাশেও দল পেয়েছিলেন রিশাদ। সেবারও হোবার্ট তাকে দলে নিয়েছিল। তবে বিপিএলের ব্যস্ততায় খেলতে পারেননি রিশাদ। সে না খেললেও গেল মৌসুমে লিগ শিরোপা জিতেছে তারা।
এদিকে সোমবার (৬ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর সঙ্গে আলাপ করেছেন রিশাদ। সেখানে তিনি জানিয়েছেন, ছোটবেলার হিরো রিকি পন্টিংয়ের অধীনে খেলতে মুখিয়ে আছেন তিনি। হোবার্ট হ্যারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজি পদে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
রিশাদ বলেন, ‘পন্টিং ছোটবেলায় আমার প্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন, আমি তার খেলা দেখতাম। তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। খেলোয়াড়দের চেয়ে আমি বেশি আগ্রহী রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করতে এবং তার কোচিংয়ে খেলতে।’এদিকে বিগ ব্যাশে নিজের লক্ষ্য নিয়ে রিশাদ জানান, ‘টার্গেট তো আসলে আগে থেকে সেট করি না। টুর্নামেন্টে গিয়ে ম্যাচ বাই ম্যাচ আগানোর চেষ্টা থাকে। এবারও সেটাই থাকবে।’
আগামী ১৪ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিগ ব্যাশের নতুন মৌসুম। ১৬ ডিসেম্বর রিশাদদের হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সিডনি থান্ডার।
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০