অপরাধ নিউজ ডেক্সঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি চুরিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাম খান (৪৮) মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।
নিহত কালাম খানের প্রতিবেশী ও চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান বলেন, সুপারি চুরি কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও নিহত কালাম খানের পরিবারের লোকদের সঙ্গে বিরোধ চলে আসছিল।
তিনি আরও বলেন, শনিবার রাতে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারধর করে। এতে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।