স্পোর্টস ডেস্ক : ওমাইমার আউট হওয়ার বলটি এতটাই বাঁক নিয়েছিল যে, পাকিস্তানি ওপেনার লাইনই পড়তে পারেননি। পরপর দুই বলে দুই উইকেট পাওয়া মারুফার সামনে আসে হ্যাটট্রিকের হাতছানি। তার পরের ওভারের প্রথম বলটি ঠেকিয়ে দেন মুনিবা আলী।
পাকিস্তান ১২৯ রানে অলআউট হওয়ার ইনিংসে মারুফা এরপর আর কোনো উইকেট নিতে পারেননি, ৭ ওভার বল করে দেন ৩১ রান। গতকালকের এই ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। ম্যাচ শেষ হয়ে গেলেও ওই দুই ডেলিভারির কারণে মারুফা এখনও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুটি বল নিয়ে বেশ চর্চাই হচ্ছে।
মারুফার ওই দুটি বল নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মিতালি রাজ। মিতালি মনে করছেন, বড় মুভমেন্ট করাতে পারা মারুফা সঠিক লেন্থ ও লাইনে বল করায় ওই দুটি উইকেট পেয়েছেন। ‘প্রথমত, সে অনেক সুইং করাতে পারে। বল করে সঠিক লেন্থে। সুইং পাওয়া ভালো, কিন্তু সঠিক লেন্থ ও লাইনে বল করতে না পারলে পুরস্কার পাওয়া যায় না…।’