তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) : প্রতিনিধি প্রতি বছরের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবং আনন্দঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে নবমী তিথিতে দেশের একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের কুল্লাগড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশনে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের ভীড় নামে। রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি মানেশ চন্দ্র সাহা বলেন, এ বছর দেবীর আসনে বসিয়ে পূজো দেয়া হয় ৭ বছর বয়সী ১ম শ্রেণীর শিক্ষার্থী তুলসি সাহাকে। পৌর শহরের ডাকুমারা গ্রামের স্বপন সাহার কন্যা তুলসি সাহা। অশুভ শক্তিকে বিনাশ, হিংসা বিদ্বেশ হানাহানি থেকে মুক্তিলাভ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নারীকে মাতৃরুপে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য এ পূজা অনুষ্ঠিত হয়।
মুলত নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই এ পুজা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপুজা এবং কুমারী পুজায় বরাবরের এবারও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সায় কামাল দলীয় নেতাকর্মীদের দিয়ে মন্ডপে মন্ডপে যেভাবে সহায়তা করেছেন এবং সকল ধর্মের মানুষের মাঝে যেরকম মেলবন্ধন ঘটিয়েছেন এতে আমরা উনার প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য: ১৯৩৬ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে মহাধুমধামে দূর্গাপূজার নবমী তিথিতে দুর্গাপুরে কুমারী পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে এই আশ্রমে নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা শেষে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/ ০১ অক্টোবর ২০২৫, /রাত ১০:০১