শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে। আটক ব্যাক্তি হলেন – নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের শিমুলকান্দি এলাকার আবুল বাশার (৩৮)। আজ বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টা মধ্যে নেত্রকোণা মডেল থানাধীন রৌহা ইউনিয়নের জামতলা বাজারের পশ্চিম পাশে গ্রামীনফোন টাওয়ারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হলে অবস্থান করে সন্দেহজনক একটি অটোরিক্সা তল্লাশি করে একশত দুই বোতল অবৈধ ভারতীয় বিলেতি মদ সহ একজনকে আটক করা হয়।
এসময় পেপার কাগজে মোঁড়ানো ice VODKA নামীয় ভারতে তৈরি চব্বিশ বোতল বিলাতিমদ, প্রতি বোতল ৭৫০ মি. লি. করে মোট (৭৫০×২৪)=১৮০০০ মি.লি. বা ১৮ লিটার ও পেপার কাগজে মোড়ানো Ac black নামীয় ভারতে তৈরী বাইশ বোতল বিলাতী মদ, প্রতি বোতল ৭৫০ মি:লি: মোট (৭৫০×২২)= ১৬৫০০ মি: লি: বা ১৬ লিটার ৫০০ মি.লি. এবং পেপার কাগজে মোড়ানো McDowell`s No-1 Luxury WHISKY নামীয় ভারতে তৈরী ছাপান্ন বোতল বিলাতী মদ, প্রতি বোতল ৩৭৫ মি:লি: মোট (৩৭৫×৫৬)= ২১০০০ মি: লি: বা ২১ লিটার সর্বমোট ১০২ বোতল ভারতীয় মদ যার পরিমাপ ৫৫ লিটার ৫০০ মি: লি: সহ একটি ব্যাটারি চালিত অটোরিক্সা আটককৃত দ্রব্যর অবৈধ বাজার মূল্য আনুমানিক = ৪,৪৬,০০০ টাকা। সহকারী পরিচালক মোঃ নাজমুল হক আরও জানান, আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো : আল আমিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৫০