ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম
لَا أَعْدِلُ بِالسَّلَامَةِ شَيْئًا গুনাহ থেকে নিরাপদ থাকার মত সমকক্ষ আমল আমি কোনোটিকে মনে করি না। (আদাবুদদুনয়া ওয়াদদীন : ১/৯৮)
এখানে তিনি বুঝিয়েছেন, নেক আমল যতই করা হোক, কিন্তু গুনাহ থেকে যদি বাঁচা না যায়, তবে ইবাদতের পূর্ণতা পাওয়া যায় না। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো হারাম থেকে বিরত থাকা।
مَا عَبَدَ الْعَابِدُونَ بِشَيْءٍ أَفْضَلَ مِنْ تَرْكِ مَا نَهَاهُمُ اللَّهُ عَنْه আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত আর কোনো ইবাদতকারী করতে পারেনি। (জামিউল উলুম ওয়াল হিকাম : ২৯৬)
অর্থাৎ আল্লাহ যা হারাম করেছেন, তা থেকে বিরত থাকাই হলো প্রকৃত তাকওয়া এবং সর্বোচ্চ ইবাদত।
ঘুম ও জাগরণের ভুল ধারণা
أَهْلَكَكُمْ النَّوْمُ ঘুম তোমাদের ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তার ধারণা ছিল, ঘুমের কারণে মানুষ ইবাদত থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু একজন আল্লাহওয়ালা বললেন بَلْ أَهْلَكَتْكُمْ الْيَقِظَةُ বরং জেগে থাকাটাই মানুষকে ধ্বংস করেছে।
একজন বুযুর্গ বলতেন, خَفْ اللَّهَ بِالنَّهَارِ وَنَمْ بِاللَّيْلِ দিনের বেলায় আল্লাহকে ভয় করো আর রাতের বেলায় ঘুমাও। (আদাবুদদুনয়া ওয়াদদীন: ১/৯৮)
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১২:৩৩