তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসুচী শুরু হয়।
এ উপলক্ষে উপজেলা বিএনপি‘র যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সহ:সভাপতি এম এ জিন্নাহ, এম রফিকুল ইসলাম রফিক, আব্দুল্লাহ্ধসঢ়; আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার সহ সকল ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শকে তুলে ধরতে হবে।
সেইসাথে শহীদ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ্য ভাবে কাজ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি‘র ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে বিশেষ মোনাজাত করা হয়।
কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৮:৫৭